
প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে গত সাত দশকে এদেশের মানুষের আস্থা অর্জন করে আওয়ামী লীগ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
অতীতের যে কোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত ও শক্তিশালী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতা-কর্মীরা নিবেদিত প্রাণ। দেশ ও জাতির কল্যাণে নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। এসময় মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।
শেখ হাসিনার লক্ষ্য পরবর্তী নির্বাচন নয় জানিয়ে কাদের বলেন, তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তার লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়; তার ভাবনায় শুধুই পরবর্তী প্রজন্ম। সে লক্ষ্যেই বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করে যাচ্ছেন তাঁরই সুযোগ কন্যা শেখ হাসিনা।
তিনি বলেন, জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্ব দরবারে পরিচিত হতে চাই সাহসী ও সমৃদ্ধ জাতি হিসেবে। পূর্ব পুরুষের রক্তের ঋণ আমরা কেবল শোধ করতে পারি সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে।’
মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণ, নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান কাদের। প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সব সদস্য, শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ওবায়দুল কাদের।
More Stories
বিএনপি জামায়াতকে নিয়ে এখনই কিছু ভাবছে না
মুখোমুখি অবস্থানে জামায়াত-এবি পার্টি!
এইচএসসি পরীক্ষা কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী