
করোনা পরিস্থিতিতে এই সময়ে ঘরবন্দী সমসাময়িক বিষয়ে চিন্তা আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মগজাস্ত্রে শান দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দল (Social Research Group) থেকে ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম “জুম” দেশের বিখ্যাত শিক্ষক ও সমসাময়িক চিন্তাবিদদের যুক্ত করে তারা ওয়েব সেমিনার (ওয়েবনার) এর আয়োজন করছেন। সেখানে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনার ভিডিও তারা শেয়ার করছেন ইউটিউবে। ওই ওয়েব সেমিনার চলাকালীন সেখানে যুক্ত হতে পারছেন শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন প্রশ্ন/মতামত তারা উত্থাপন করতে পারছেন আলোচকদের কাছে।
এই ধারাবাহিকতায় ওয়েব সেমিনার (ওয়েবনার) এর ১২তম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান। ওয়েবনারের মডারেটর হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দলের (Social Research Group) সমন্বয়ক এবং এই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা। উক্ত ওয়েবিনারটির মূল আলোচনার বিষয়, ‘বাংলাদেশে দূর্যোগকালীন বাজেট’। সংশ্লিষ্ট বিষয়ের সাথে সাথে আলোচক বাজেট সম্পর্কিত নানা বিষয়ের প্রশ্নের ও মতামতের আলোকপাত করবেন বলে আয়োজকরা আশা করছেন।
ওয়েবিনারটি আগামী ১৩ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শনিবার বেলা সাড়ে এগারোরায় টায় (বাংলাদেশ সময়) লাইভ অনুষ্ঠিত হবে।
উক্ত ওয়েবনারে যুক্ত হয়ে প্রশ্ন উত্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতামত প্রদান অথবা জিজ্ঞাসা করতে নিন্মোক্ত জুম (Zoom) আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আপনিও যুক্ত হতে পারেন।
মিটিং আইডিঃ 209 676 7656
পাসওয়ার্ডঃ 7NmMww
ওয়েবিনারটি নিম্নোক্ত লিংকসমূহ হতে দেখা যাবে।
ইউটিউব লিংক:https://www.youtube.com/channel/UCYZpttG_itEAN7Sm1Tt2nmw?view_as=subscriber
ফেসবুক লিংক: https://www.facebook.com/krishnakumar.saha17
More Stories
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবধরনের পরীক্ষা বন্ধ
বৃদ্ধাশ্রমেই আশ্রয় হলো প্রবিন অধ্যাপক আব্দুল আউয়ালের।
এইচএসসি পরীক্ষা কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী