
চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে খেলা একমাত্র ক্রিকেটার তৌফিক উমরই করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এই সাবেক ক্রিকেটার। দুই সপ্তাহ আগে কোভিড-১৯ রোগ ধরা পড়ে উমরের। এরপর বাড়িতেই আইসোলেশনে ছিলেন এই সাবেক ব্যাটসম্যান। দুই সপ্তাহ পর গত শুক্রবার পরীক্ষার ফল ‘নেগিটিভ’ এলে সবার জন্য সতর্কতার বার্তা দিয়েছেন তৌফিক।
উমর বলেন, ‘আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে যেন নিজেদের প্রতি যত্নশীল হয় এবং কোভিড-১৯ রোগকে গুরুত্বসহকারে নেয়। সামাজিক দূরত্ব ও নিরাপদ অবস্থান বজায় রাখা প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার পরিবারের বয়স্ক ও শিশুদের থেকে দূরে থেকে দুই সপ্তাহ নিজের ঘরে আইসোলেশনে ছিলাম। আমি মানুষজনকে বলব, করোনা পরীক্ষায় পজিটিভ হলে আতঙ্কিত না হতে। তাদের জন্য আমার পরামর্শ থাকবে নিজেদের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার।’
করোনাভাইরাসকে গুরুত্বসহকারে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন উমর। একই সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ওপেনার।
More Stories
ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা
মাশরাফীর শারীরিক অবস্থার অবনতি
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত