
উপসর্গহীন করোনা আক্রান্তদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঘটনা বিরল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এ দাবি করেছে সংস্থাটির টেকনিক্যাল বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ।
যদিও এরআগে বিশেষজ্ঞারা বলেছিলেন উপসর্গহীন করোনা রোগীদের মাধ্যমে করোনার সংক্রমণ উদ্বেগজনক। কারণ উপসর্গহীনদের মাধ্যমে করোনার সংক্রমণ হলে তা বোঝা যাবেনা। কিন্তু মারিয়া জানান, তাদের কাছে পাওয়া তথ্য ও পরিসংখ্যানে দেখা গেছে যে সব রোগীদের শরীরে উপসর্গ নেই তাদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুবই কম। বলতে গেলে বিরল।
তার পরামর্শ, সরকারের উচিত যে সব আক্রান্ত ব্যক্তিদের শরীরে উপসর্গ রয়েছে তাদের খুঁজে বের করা, আইসোলেশনে রাখা এবং চিকিৎসার ব্যবস্থা করা।
এদিকে, সারা বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়েসাস। চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে সভা সমাবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি।
More Stories
করোনা হাসপাতালের প্রতি আস্থা না থাকায় বেড খালি থাকছেঃ মির্জা ফখরুল
বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টঃ ট্রাম্প
কাশ্মীরে ২০০ যুবক নিখোঁজ, নতুন শঙ্কায় ভারত