
ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন (চমেক-২০)
করোনায় প্রাণ গেল আরো একজন সিনিয়র চিকিৎসকের। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট, ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন (চমেক-২০) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইলি র’জিউন৷ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (মঙ্গলবার) চলে যান সবাইকে ছেড়ে। করোনায় মৃত্যুবরণ কারী ১৩তম চিকিৎসক তিনি৷ সূত্র: বিডিএফ
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব