
করোনার উপসর্গ বা আক্রান্তদের চিকিৎসায় যখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোর দুয়ার একপ্রকার বন্ধ। চট্টগ্রাম সরকারি হাসপাতালগুলোতে এখন করোনার চিকিৎসা দেয়া হচ্ছে সব মিলিয়ে ৪০০ শয্যায়। এর বাইরে একটি বেসরকারি ফিল্ড হাসপাতালে আছে ৬০টি শয্যা। আর করোনা চিকিৎসায় এখন পর্যন্ত সবমিলিয়ে আইসিইউ আছে মাত্র ২০টি। ঠিক তখন ভিন্ন উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে।
নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ধুকতে থাকা বন্দরনগরীর জন্য কিছুটা সুখবর নিয়ে এসেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। বেসরকারি এই হাসপাতালে চালু হচ্ছে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৬০ বেডের কোভিড ইউনিট। অত্যাধুনিক সুযোগ ও সুবিধা দিয়ে আইসোলেশনের জন্যও প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে ২০টি শয্যা। আর স্থাপন করা হয়েছে ৪০ শয্যার ফ্লু কর্নার। একই সঙ্গে করোনা রোগী পরিবহনের জন্য যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুইটি অ্যাম্বুলেন্সও। কয়েকদিনের মধ্যেই ১০০টি শয্যার সংখ্যা হবে। তবে সেবার পরিধি বাড়াতে আর্থিক টানাপোড়েনকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দাতব্য এই হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল (শনিবার) থেকে পুরোদমে শুরু হয়েছে কোভিড রোগীদের চিকিৎসা কার্যক্রম। আলাদা ভবনে প্রাথমিকভাবে ৬০ থেকে ১০০ শয্যা চালু করা হলেও সুযোগ আছে ৪০০ শয্যা পর্যন্ত বাড়ানোর। আর এ জন্য আর্থিক সংকটই প্রধান চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। করোনার চিকিৎসায় ভেন্টিলেটরযুক্ত আইসিইউ স্থাপন করা হয়েছে ১০টি। পাশপাশি কোভিড ইউনিটে দরকার ২৭ বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্তত ১০০ জন জনবল।
More Stories
চট্টগ্রামে চিকিৎসকদের করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনক
করোনার নমুনা নিয়ে তামাশা চলছে চট্টগ্রামে
আজ থেকে কুমিল্লার চার ওয়ার্ড রেডজোন হিসেবে লকডাউন