
করোনাভাইরাসকে সঙ্গে করেই জীবনের অন্য অনুষঙ্গের মতো দেশে দেশে শুরু হচ্ছে খেলাধুলা। ফুটবল মাঠে গড়িয়েছে সবার আগে। ক্রিকেটও শুরু হওয়ার পথে। সে প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রাক প্রস্তুতির বিষয়গুলো এগিয়ে রেখেছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেওয়া হলে জাতীয় দলের সাপোর্টিং স্টাফ এবং মাঠকর্মীদের করোনাভাইরাসের পরীক্ষা করে নিরাপদ জোনে রাখা হবে।
সে ক্ষেত্রে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে জীবাণুমুক্ত করার পাশাপাশি সাপোর্ট স্টাফাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব থাকা না-থাকার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা করে দেখা হবে বলে জানান সিইও নিজামউদ্দিন।
প্র্যাকটিস শুরুর আগে ক্রিকেটারদের শরীরে ভাইরাসের অস্তিত্ব নেই নিশ্চিত হতে পরীক্ষা করানোর ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবি সিইও বলেন, ‘কথা হচ্ছে, খেলোয়াড়দের করোনাভাইরাসের পরীক্ষা করাব কিনা? সেটা আলোচনা সাপেক্ষ। বিশেষজ্ঞরা যেটা বলবেন, সেটা করা হবে। খেলোয়াড়রা অনেক সচেতন, তারা জানে কতটুকু নিরাপত্তা নিতে হবে। কিন্তু যারা নিচে কাজ করে, তারা অতটা সচেতন না। বিষয়টিকে অত গুরুত্বও দেয় না। খেলোয়াড়দের স্বার্থে তাদের টেস্ট করে একটা নিরাপদ জোনে রাখা জরুরি। তবে খেলোয়াড়দের মধ্যে কোনো উপসর্গ থাকলে অবশ্যই টেস্ট করাব।’
More Stories
ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা
মাশরাফীর শারীরিক অবস্থার অবনতি
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত