
বরগুনার পাথরঘাটায় খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু একে অপরের প্রিয় খেলার সাথী ছিল। তারা খেলতে গিয়ে ডোবায় পড়ে যায়। সোমবার বিকেলে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
নিহতরা হলো পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী মো. শাহিন মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) ও একই এলাকার প্রতিবেশি মো. হারুণ বাদশাহর ছেলে রিহান (৫)।
নিহতদের পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ওবায়দুল্লাহ ও রিহানকে বাড়ির উঠোনে খেলতে দেখে ওবায়দুল্লাহর মা আছরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের দেখতে না পেয়ে ওবায়দুল্লাহর মা তাদের খুঁজতে থাকেন। কিছুক্ষণ খোঁজাখুজির পরে বাড়ির পাশেই একটি ডোবায় ওবায়দুল্লাহ ও রিহানকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. আবুবকর সিদ্দিক বলেন, সন্ধ্যা সাতটার দিকে তারা হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে আসার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
More Stories