
চট্টগ্রাম মহানগরীর গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি যথাভাবে প্রতিপালিত হচ্ছে না। কিছু গণপরিবহনে যাত্রী কম থাকলেও বেশ কিছু বাসে যাত্রীদের ঠাসাঠাসি অবস্থা দেখা গেছে। এমন বিশৃঙ্খল অবস্থা নিরসনে মহানগর ট্রাফিক পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদভাবে অভিযান চালাচ্ছে। এতেও অবস্থার খুব বেশি পরিবর্তন হচ্ছে না।
নগরীর কোতোয়ালি মোড়ে একটি যাত্রীবাহী বাসে দেখা গেল, হেলপারের হাতে একটি বোতলে হ্যান্ড স্যানিটাইজার আছে। কিন্তু যাত্রী তোলার সময় তিনি সেটি ব্যবহার করছেন না। দ্রুত যাত্রী তুলে গন্তব্যে দিকে চলে যাওয়ার তাড়া বেশি। কয়েক গজ সামনে গিয়ে যানজটের কারণে থামে বাসটি। জানতে চাইলে রফিকুল ইসলাম নামের এই বাস হেলপার কালের কণ্ঠকে বলেন, দেখছেন না, যাত্রীরা যেভাবে দ্রুত উঠছে, তাতে স্যানিটাইজার দেওয়ার সময় কই? আমি তো সরকারি নির্দেশনা অনুসারে স্যানিটাইজার রেখেছি। যাত্রীরা সচেতন না।
সোমবার ও মঙ্গলবার দুই দিন নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিহনগুলোর এমন অবস্থা দেখা গেছে। গণপরিবহন চালুর প্রথম দিন সোমবারের চেয়ে মঙ্গলবার সড়কে গাড়ি কিছুটা বেশি দেখা গেছে। যাত্রীদের চাপও বেশি। কাজির দেউরি মোড়ে একটি অটোটেম্পোতে দেখা গেল যাত্রীর ভিড়। গাদাগাদি করে বসেছেন যাত্রীরা। এরই মধ্যে চালক আরো যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছেন। ভেতরের যাত্রীরাই প্রতিবাদ করে উঠলে জবাবে চালকের উঁচু কণ্ঠ ও তাড়া থাকলে অন্য গাড়িতে যেতে বলা হয়। এই সময় অন্য একজন যাত্রী বেশি ভাড়া দেওয়ার পরও চালকদের অতিরিক্ত যাত্রী তোলার চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
একই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, সোমবার থেকেই কড়া অভিযান শুরু হয়েছে। নগরীর বাস স্ট্যান্ডগুলোতে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্যকারী যানবাহনগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
More Stories
আজ থেকে কুমিল্লার চার ওয়ার্ড রেডজোন হিসেবে লকডাউন
মাদ্রাসাকর্মীকে লাঞ্ছনা, ক্ষমতার অপব্যবহারে চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত
জাতীয় পার্টির মহাসচিবের মেয়ের বেপরোয়া গাড়ি চাপায় আহত চারজন