
চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ডা. আরিফ হাসান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। স্বজনদের দাবি, চমেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে তার।
স্বজনরা জানান, চার থেকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন আরিফ। গত বুধবার তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফ্লোরে তাঁকে সিট দেওয়া নিয়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটি হয় স্বজনদের। পরে চমেক হাসপাতাল থেকে আরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর।
ডা. আরিফ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর খালাতো ভাই।
More Stories
চট্টগ্রামে চিকিৎসকদের করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আশঙ্কাজনক
করোনার নমুনা নিয়ে তামাশা চলছে চট্টগ্রামে
আইসিইউর অভাবে প্রাণ গেল গর্ভবতীর