
জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ বিষয়ে আজ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে আগামী ৩১/১২/২০২০ পর্যন্ত এ সময়সীমা বৃদ্ধি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযােগ প্রদান করা হলাে।
এর আগে সরকার ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা দিয়েছিল।
তবে বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের আগামীতে আর কোনাে সুযােগ দেবে না। সেই সাথে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব