
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালনসহ সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা তুলে দেয়া সংক্রান্ত সংশোধিত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান আইন অনুযায়ী গভর্নরের মেয়াদ ৫ বছর এবং তাকে পুনঃনিযোগ দেয়া যায় না। আর ৬৫ বছর বয়সের কেউ গভর্নর থাকতে পারেন না। মন্ত্রিপরিষদ বয়সসীমা ৬৭ করার পক্ষে মত দিয়েছে। মূলত বর্তমান গভর্নর ফজলে কবীরকে পরিবর্তন না করে তাকে রেখে দিতেই এই আইনটি সংশোধন করা হচ্ছে।
এছাড়াও, ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। প্রতি বছর ২৭শে ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব