
জয় দিয়েই করোনার পরবর্তী লা লিগার মিশন শুরু করলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লস ব্লাঙ্কোরা এইবার ৩-১ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রিয়াল। মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন জার্মান তারকা টনি ক্রুস।
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা এইডেন হ্যাজার্ড ম্যাচে ছিলেন অনবদ্য। ডিবক্সে তার দারুণ পাস থেকে ৩০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সার্জিও রামোস। আর বিরতির আগেই ৩ নম্বর গোলটি পায় রিয়াল মাদ্রিদ।
হ্যাজার্ডের জোরালো শট থেকে বল পেয়ে জালে জড়ান মার্সেলো। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে নিষ্প্রভ ছিল বলে খেলায় ছন্দ হারায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গোল তো দিতেই পারেনি লস ব্লাঙ্কোরা উল্টো একটি গোল হজম করে।
অন্যদিকে করোনা পরবর্তী প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ।
More Stories
ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা
মাশরাফীর শারীরিক অবস্থার অবনতি
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত