
গতকাল (শনিবার) উত্তর ঢাকার ৫৪টি ওয়ার্ডে এডিস মশা নিধনে প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে লার্ভা পাওয়া যায় মোহাম্মাদপুরের জাকির হোসেন রোডসহ বিভিন্ন এলাকার ১৩১টি বাড়ি ও স্থাপনায়। আজ (রোববার) থেকে দক্ষিণ ঢাকার ৭৫টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে মশা নিধনে চিরুনি অভিযান। সকালে লালবাগ পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, ডেঙ্গু রোধে বছর জুড়েই চলবে মশক নিধন কার্যক্রম।
তাপস বলেন, এলাকাবাসীকে বলছি, যদি কোথায় এডিস মশা বা লার্ভার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন। তারপর কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরও যদি সেটার সুরাহা না হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।
প্রতিটি ওয়ার্ডে এ কাজে নিয়োজিত থাকবেন ২১ জন করে। বছরব্যাপী ঢাকা দক্ষিণকে মশামুক্ত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে। এডিস নিধন কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে চার ঘণ্টা এবং বিকেলে আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এ সময় নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বিনামূল্যে ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ১১মে থেকে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনেও চলছে এডিস নিধন কর্মসূচি। স্থানীয় কাউন্সিলরা বাড়ি-বাড়ি গিয়ে এ কর্মসূচি তদারকি করছেন। এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লাখ ২৬ হাজার তিনশ টাকা জরিমানা করা হয়েছে।
More Stories
গভ. হসপিটালের ওষুধ পাচারের সময় এনএসআই এর হাতে আটক সিনিয়র স্টাফ নার্স
রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার প্রথম রেড জোন হিসেবে লকডাউন
বিক্রি হচ্ছে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট