
ব্যর্থতার দায় স্বীকার করলেন ‘সারেগামা’ খ্যাত মাঈনুল আহসান নোবেল। কিছুদিন আগে তার ‘তামাশা’ নামে একটি মৌলিক গান মুক্তির পর শ্রোতামহলে মুখ থুবড়ে পড়লে গানটির ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।
গত ৬ জুন গানটি ইউটিউবে মুক্তির পর এ পর্যন্ত ১৬ লাখের বেশিবার দেখা হয়েছে। লাইক পড়েছে ৩৬ হাজার আর ডিসলাইক পড়েছে ৩ লাখ ৫৩ হাজার। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল তার ব্যর্থতার কথা স্বীকার করেন।
নিজের ভুল স্বীকার করে নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আমি মেনে নিচ্ছি আমার গানের প্রচারের পন্থা ভুল ছিল। এতো মানুষ যাতে ক্ষুব্ধ হয়েছে তা কখনো সঠিক হতে পারে না। এ কারণে আমার গানের ওপর ইতিবাচক প্রভাব না পড়ে বরং তা নেতিবাচক হয়েছে। আমার ভক্তদের কাছে নানা কথা শুনতে হয়েছে। আশা করি আমার দ্বারা এমন আর কখনো হবে না। আমি ক্ষমাপ্রার্থী আমার সব তামাশার জন্য। আমি ক্ষমাপ্রার্থী তামাশা গানটি আপনাদের মন জয়ে ব্যর্থ হয়েছে।
তার কর্মকাণ্ডের দরূণ শ্রোতাদের বিরূপ প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করে নোবেল আরও লিখেন, আমি অকারণে ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করিনি বা করার চেষ্টা করিনি। আমাকে গালি দিয়ে আপনার দিনটি সুন্দর হয়, তা আপনি দিতে পারেন। তবে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। দেশে আইন প্রশাসন আছে। আর ব্যক্তি নীতির কথা না হয় না বললাম।
More Stories
একজন ক্যাথরিন ও আমাদের তারেক মাসুদ
ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ফেঁসেছেন শাকিব খান
ছয় মাসে সুশান্তের একটিও টুইট নেই, রহস্য উদঘাটনে নেমেছে পুলিশ