
নিরবতা ভেঙে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন হামলা পরিকল্পনা স্থগিত করেছেন। গতকাল মঙ্গলবারই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পূর্ব ঘোষিত হামলার পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
উত্তর কোরিয়ার সংবাদপত্র রনডং শিনমুন বুধবার এক প্রতিবেদনে জানায়, দলের নেতাদের সঙ্গে বৈঠক করে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হামলার পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন কিম জং উন।
এর আগে উভয় দেশের সীমান্তের অন্যপাশ থেকে বেলুনের সাহায্যে নানা রকমের প্রচারণা চালানো হয়। এর জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। এমনকি কিম জং উনের বোন ইয়ো জং এর আগে বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনীকে কড়া নির্দেশ দেবেন।
এমনকি উত্তর কোরিয়ার সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছিল, কুমগ্যাং রিসোর্ট এবং কায়েসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে সেনা মোতায়েন করা হবে।
এসব ঘটনার জেরে গত সোমবার অন্তত আটটি দক্ষিণ কোরিয়ান ও মার্কিন গুপ্তচর বিমান ডিমিলিটারাইজড জোনে ঢুকে পড়ে।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড গত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস নিমিটজ বিমানবাহী জাহাজগুলো ফিলিপাইন সাগরে চলাচল শুরু করেছে।
এসব কার্যক্রম দেখে নিজেদের সেনাদের শান্ত রাখার সিদ্ধান্তে যান কিম জং উন।
সূত্র : রনডং শিনমুন
More Stories
করোনা হাসপাতালের প্রতি আস্থা না থাকায় বেড খালি থাকছেঃ মির্জা ফখরুল
বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টঃ ট্রাম্প
কাশ্মীরে ২০০ যুবক নিখোঁজ, নতুন শঙ্কায় ভারত