
গত মার্চে করোনায় আক্রান্ত হন দিবালা। একই সঙ্গে আক্রান্ত হন তাঁর বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। সে সময় আর্জেন্টিনাতেই ছিলেন দিবালা। এক মাসেরও বেশি সময় আইসোলেশনে থেকেও দফায় দফায় করোনা পজিটিভ হয় তাঁদের। শেষ পর্যন্ত গত ৬ মে করোনা নেগেটিভ আসে দিবালা-সাবাতিনির।
কিন্তু করোনামুক্ত হলেও এর প্রভাব এখনো আছে আর্জেন্টাইন তারকার শরীরে। অনেকটাই দুর্বল তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে দিবালা বলেন, ‘আমার করোনাভাইরাস হয়েছিল। কিন্তু এখন অনেকটাই ভালো বোধ করছি। যদিও আমি শতভাগ ফিট নই। কিছুটা দুর্বল। আমরা অনুশীলন শুরু করেছি। আবার মাঠে ফুটবল ফিরছে।’
এর আগে করোনা থেকে সুস্থ হওয়ার অভিজ্ঞতা নিয়ে জুভেন্টাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত থাকা অবস্থায় শ্বাস নিতে কষ্ট হতো তাঁর। তিনি বলেন, ‘আমি যখন কিছু করার চেষ্টা করতাম, আমার নিশ্বাস নিতে কষ্ট হতো। পাঁচ মিনিট চলাফেরা করার পরই আমাকে থামতে হতো। পেশিগুলো ব্যথা করত।’
নিজে পুরোপুরি সুস্থ না হলেও ফুটবল ফেরার আনন্দ ঠিকই ছুঁয়েছে দিবালাকে। তিনি বলেন, ‘ফুটবল ফিরছে আশা করছি বেশ ভালো লাগবে। টানা অনেক ম্যাচ খেলতে হবে আমাদের। যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য প্রতিদিনই নতুন নতুন ম্যাচ দেখার সুযোগ আসছে।’
দিবালার বান্ধবী সাবাতিনি একজন আর্জেন্টাইন সঙ্গীত শিল্পী। করোনায় আক্রান্তের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যখন আপনার শরীর ভাইরাসে আক্রান্ত হয়, তখন আপনার পুরো শরীর ব্যথা করবে এবং আপনি ক্লান্ত বোধ করবেনI তবে আমার কোনো জ্বর ছিল না।’
করোনার প্রভাব এখনো তাড়া করছে তাঁকে। ধাক্কা সামলে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি বলে জানালেন জুভেন্টাস তারকা।
More Stories
ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা
মাশরাফীর শারীরিক অবস্থার অবনতি
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত