
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
আজ সকাল ৯টায় শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘর থেকে মোহাম্মদ নাসিমের মরদেহ নেয়া হয় তার ধানমন্ডির বাসভবনে। এর পর সেখান থেকে লাশবাহী গাড়িটি প্রথম জানাজার জন্য নেয়া হয় ধানমন্ডির সোবহানবাগ মসজিদে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নিজ দলের নেতা-কর্মী ও অসংখ্য শুভাকাঙ্খিরা। আগে থেকেই এই জানাজার বিষয়ে বলা না থাকলেও সিরাজগঞ্জ থেকে আসা দলীয় নেতা ও কর্মীদের জন্যই এই জানাজার আয়োজন করা হয়।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার অয়োজন করা হয়। জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷ জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের প্রতি ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
দুই দফা নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। আর দাফনের মাধ্যমেই ইতিঘটলো বর্ষীয়ান এই রাজনীতিবিদের জীবনের।
More Stories
বিএনপি জামায়াতকে নিয়ে এখনই কিছু ভাবছে না
মুখোমুখি অবস্থানে জামায়াত-এবি পার্টি!
এইচএসসি পরীক্ষা কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী