
নতুন রাজনৈতিক দল গঠনের পথে ডাকসু ভিপি নুরুল হক নূর। গতকাল ফেইসবুকে এসে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি ।
নূর আরো বলেন, “এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুনদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরী করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরী করতে চায়,পজেটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরী করার জন্য, আমি তাদের সাথে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।
নূর বলেন, রাজনীতি করতে প্রযোজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রযোজন নেই এখানে। ইচ্ছা থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে।
ভিডিও লিংঙ্ক : https://www.facebook.com/ducsuvpnur/videos/2467979786826272/
Good decision
Yes go ahead
শুভকামনা
best of luck