
করোনাভাইরাসের মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিতের কথা জানিয়ে বুধবার আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
খ্রীষ্টান মিশনারি পরিচালিত রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। ২ জুন থেকে ২০ জুনের মধ্যে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল ।
গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। সেজন্য তারা আদালতের কাছেও গিয়েছিল।
৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে মোট ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে চারটি কলেজকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দেবে শিক্ষাবোর্ড। ভর্তি কার্যক্রমের নতুন তারিখ শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর কলেজগুলো নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে।
More Stories
এইচএসসি পরীক্ষা কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী
১লা জুলাই ‘বাংলাদেশের জ্বালানী খাতের ভবিষ্যৎ’ ওয়েবনার কুবির সামাজিক গবেষণা দলের
বিষয় কমিয়ে এইচএসসি পরীক্ষার চিন্তা-ভাবনা চলছে : শিক্ষামন্ত্রী