
ডাকাতি করতে এসে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে মালামাল। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। শুক্রবার দুপুরে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের সাড়া শব্দ না পেয়ে খোঁজ নেন প্রতিবেশীরা। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতর লাশ দেখতে পান তারা।
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, তিনটা ডেডবডি এখানে রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাদের খুন করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে তিন থেকে চার দিনে আগের লাশ।
বাড়ি থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের ফরেনসিক বিভাগ।
প্রতিবেশীরা জানান, পশ্চিম পাশের জানালা খোলা। ওপাশ থেকে কোনো লোক যেতে গিয়ে গন্ধ পেয়ে জানালা দিয়ে দেখে লাশ পড়ে আছে। ডাকাতি করতে এসে একই পরিবারের ৩ জনকে হত্যার পর মালামাল লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
More Stories
লকডাউন ইসলামী ব্যাংক পাবনা শাখা