
মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ। অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়ে বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জেলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। তবে সুযোগ পেলে বলিউডে ফিরবেন না, এমনটাও নয়। খবর আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘ভির জারা’র জারাকে।
মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তৃপ্ত তিনি। তবে জীবন সম্পূর্ণ হবে মা হওয়ার পরেই। এই নিয়ে তিনি এবং জেন ইতোমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি।
More Stories
একজন ক্যাথরিন ও আমাদের তারেক মাসুদ
ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ফেঁসেছেন শাকিব খান
ছয় মাসে সুশান্তের একটিও টুইট নেই, রহস্য উদঘাটনে নেমেছে পুলিশ