
নেই কোন স্বীকৃত সনদপত্র আবার মেডিকেল কলেজে পড়াশোনা না করেই এমবিবিএস, এমডি, পিএইচডি ডিগ্রির সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো ভুয়া চিকিৎসক নেজাম উদ্দিন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব। চর্ম, যৌন, এলার্জি, শ্বেতরোগে বিশেষজ্ঞ এমন সাইনবোর্ড লাগিয়ে প্রতি রোগী থেকে ৬’শ টাকা ফি নিতেন ভুয়া এই চিকিৎসক। দিনের পর দিন প্রতারণা করে মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযানে র্যাব তার কাছ থেকে ডাক্তারি বিভিন্ন সরাঞ্জমাদি উদ্ধার করে। তবে ডাক্তারি কোনো কাগজপত্র দেখাতে পারেনি র্যাবের কাছে।
র্যাবের ফেনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, র্যাব-৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী শহরের মডেল থানার সমানে ট্র্যাংক রোডস্থ জননী ডায়গনস্টিক সেন্টারে একজন লোক ডাক্তারি শাস্ত্র না পড়েই ডাক্তার পরিচয়ে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ও সিভিল সার্জন অফিসের একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে মোঃ নেজাম উদ্দিনকে আটক করে। সে জেলার ফাজিলপুর উপজেলার ফাজিলপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার চেম্বার তল্লাশি করে ভুয়া ব্যবস্থাপত্রের ২টি প্যাড, ১টি বিপি মেশিন, ১টি স্টেথোস্কোপ, ২৮টি ফাইল কভার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা অনুযায়ী মামলা রুজু করে ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
More Stories