
খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। সব প্রকার ধানে কেজিতে ৩-৪ টাকা করে বেড়েছে। মিলারদের হিসেবে প্রতি কেজিতে ৩৬ থেকে ৩৯ টাকা পড়ে অথচ মিলগেটে চাল বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৮ টাকায়। আর ভোক্তার কাছে পড়ছে ৪৬ থেকে ৫১ টাকা। ব্যবসায়িদের মতে প্রতি বস্তায় মিল মালিকরা ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে চালকল মালিক সংস্থা বলছে, উৎপাদন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই মূল্যবৃদ্ধির কারসাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি দরকার বলে মনে করেন গবেষকগণ।
জেলায় খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে প্রায় ৯২ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে। বোরো মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ লাখ মেট্রিক টন।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব