
বছরের পর বছর অবহেলায় পড়ে থাকে রাজধানীর জলাশয়গুলো। ময়লার ভাগাড়ে পরিনত হওয়া এসব জলাশয় মশার প্রজনন স্থল। জলাশয়গুলো পরিষ্কার করে মাছ ও হাঁস চাঁষের উদ্যেগ নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন সিপাহীবাগ ঝিল এবং রমনা পার্কে মাছ ও হাঁস চাষের উদ্বোধন করেন তিনি।
মশা নিধনে ডিএসসিসির পুরোনো কার্যক্রম ছিলো লোক দেখানো। এমন মন্তব্য দক্ষিণ ঢাকার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম চালালেও ওষুধের কোনো ঘাটতি হবে না বলেও জানান ব্যারিস্টার তাপস।
পর্যায়ক্রমে দক্ষিণ ঢাকার জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ ও হাঁস চাষ করবে ডিএসসিসি। কেননা তেলাপিয়া মাছ ও হাঁসের খাবার হিসেবে মশার লার্ভা ধ্বংস হবে। এদিকে এবছর মশার ওষুধের সংকট নেই জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, বিগত দিনে ডিএসসিসির জনগণ খুব একটা সুবিধা পায়নি। এখন থেকে সে ভোগান্তি আর থাকবে না।
এদিক মেয়রের উদ্বোধনের পর ধানমন্ডি লেকসহ আরো কয়েকটি জায়গায় হাঁস ছাড়া হয়। এগুলো দেখভাল করবে বর্তমান কাউন্সিলররা। জলাশয় পরিষ্কার করার পাশাপাশি বিশেষ প্রকল্প নিয়ে এগুলোকে ঘিরে নান্দনিক পার্ক গড়ার কথাও জানান দক্ষিণ ঢাকার মেয়র।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব