
জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফীর করোনা পজিটিভ হয়েছেন গত শনিবার। গেলো দুই দিনে শরীরের তাপমাত্রা বাড়েনি। কিন্তু সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বুকে ব্যথা বেড়েছে। ব্যথা বাড়ায় ম্যাশকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে বলে জানা গেছে।
এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।
তিনি লিখেন, “আজকে আমার COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
More Stories
ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত
করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা