
করোনা নেগেটিভের জাল সনদ বিক্রয়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সেই সাথে বেশ কিছু ভুয়া সনদ ও সনদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব–৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে রাজধানীর মুগদা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি বেশ কিছুদিন ধরে ভুয়া সার্টিফিকেট দিয়ে আসছিল এবং এ পর্যন্ত তারা প্রায় দেড়শ জনকে ভুয়া সার্টিফিকেট প্রদান করেছেন।
তবে কে বা কারা এসব ভুয়া সার্টিফিকেট গ্রহণ করেছেন এমন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
সনদের প্রত্যেকটিতে চক্রটি মুগদা জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করতো বলে জানা গেছে। হাসপাতালটিতে যারা নমুনা দিতে আসতেন তাদের সাথে হাত করে ৫ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়া হত বলে জানা গেছে।
মূলত বিভিন্ন অফিসের কাজে যোগদান কিংবা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়েই এসব ভুয়া নেগেটিভ সার্টিফিকেট চাহিদা ছিল বলে জানা গেছে। তবে এইসব সনদের সিরিয়াল নাম্বার আইইডিসিআরের মূল ওয়েব সাইটে অন্তর্ভুক্ত হতো না।
ছবিঃ সংগ্রহিত
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব