
চীনা একজন শীর্ষ ধনীকে অপহরণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। হি শিয়াংজিয়ান নামে ওই বিলিয়নিয়ার মাইডিয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা। চীনের শীর্ষস্থানীয় এবং বিশ্বের অন্যতম হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইডিয়ার।
পুলিশ জানায়, গত রবিবার চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলে ফোশান সিটিতে নিজের বিলাসবহুল ভিলায় সপরিবারে অবস্থান করছিলেন হি শিয়াংজিয়ান। রোববার সন্ধ্যায় তারা একটি ফোন পায়। তাদের জানানো হয়, শিয়াংজিয়ানের ভিলাতে একদল দুষ্কৃতকারীর অনুপ্রবেশ ঘটেছে। তাদের কাছে বিস্ফোরক ডিভাইসও আছে। তারা শিয়াংজিয়ানের পরিবারকে জিম্মি করে রেখেছিল। হির ৫৫ বছর বয়সী ছেলে হি জিয়ানফেংই নদী সাঁতরে পালিয়ে এসে পুলিশকে কল করেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, পুলিশি অভিযানের সময় পুরো এলাকা লকডাউন করা হয়। আশেপাশের এলাকার তুলনায় এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর। তারপরও দুর্বৃত্তরা কীভাবে ঢুকলো তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
সূত্র- গার্ডিয়ান
More Stories
করোনা হাসপাতালের প্রতি আস্থা না থাকায় বেড খালি থাকছেঃ মির্জা ফখরুল
বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টঃ ট্রাম্প
কাশ্মীরে ২০০ যুবক নিখোঁজ, নতুন শঙ্কায় ভারত