করোনাকালে অক্সিজেন সংকটকে পুঁজি করে বেপরোয়া হয়ে উঠেছে চট্টগ্রামের অসাধু অক্সিজেন ব্যবসায়ীরা। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের মূল্য ৯ হাজার টাকা হলেও অসাধু এসব ব্যবসায়ী নিজেদের ইচ্ছেমতো সিলিন্ডার প্রতি প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এছাড়া মিটার প্রতি লাভ করছে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত।
দেশে করোনা চিকিৎসায় সংকট মেটাতে একদিকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনামূল্যে অক্সিজেন বিতরণ করছেন। আজ মঙ্গলবার এসব অসাধু ব্যবসায়ীদের ধরতে মাঠে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
করোনার এ দুর্যোগে রোগীদের জিম্মি করে অসাধু ব্যবসায়ীদের এমন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
তিনি বলেন, ‘করোনাকালীন অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত সোমবার একই অভিযোগে অভিযানে গিয়ে সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কস নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’
অভিযানে অতিরিক্ত মূল্য আদায় ও কোনো ধরনের ইনভয়েস ও ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় চার লাখ টাকা জরিমানা করা হয় চকবাজারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে। এছাড়া একই অভিযানে আসকারদিঘীর পাড়ের অন্য একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব