
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি পদে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পদাধিকার বলে এ দায়িত্ব তার নেয়ার কথা থাকলেও বাধ সেধেছেন পুলিশের নতুন আইজিপি।
রীতি অনুসারে পুলিশ আইজিপি কাবাডি ফেডারেশনের সভাপতির পদ অলংকৃত করে থাকেন। র্যাবের মহাপরিচালক থেকে পুলিশের আইজিপি হলেও কাবাডি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি তিনি। কারণ, র্যাবের মহাপরিচালক থাকার সময় থেকেই বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। একই সঙ্গে নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলরেরও প্রথম সভাপতি তিনি। আর এ কারণেই দুটি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি তিনি।
তার ও আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিদে)’র অনুরোধে দাবা’তেই রেখে দেয়া হচ্ছে বেনজীর আহমেদকে। একই সঙ্গে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায়, নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব