
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনকে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে প্রেরণ করা হয়েছে। গত ৩ জুন রাতে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। তিনি জ্বর, অ্যালার্জি ও বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
সাহারা খাতুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।
More Stories
বিএনপি শক্তির প্রমাণ দিতে চায়
বিএনপি জামায়াতকে নিয়ে এখনই কিছু ভাবছে না
মুখোমুখি অবস্থানে জামায়াত-এবি পার্টি!