
সিরাজগঞ্জের তাড়াশে আমবাহী ট্রাক উল্টে চালক মো. আলাউদ্দিন (৩২) নিহত হয়েছেন। শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, রাজশাহী থেকে আমবোঝাই একটি ট্রাক ব্যবসায়ীদেৱ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আম ব্যবসায়ীরা বাইরে বের হলেও চালক মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে। নিহত চালক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বোগলহাট গ্রামের আবুল কাসেমের ছেলে।
More Stories