
সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বলিউডে এবার নতুন ধাক্কা লেগেছে। এই অভিনেতার মৃত্যুর তদন্ত স্বার্থে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যে সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে ৫টি ডায়রি উদ্ধার করা হয়েছে। ওই ডায়রিগুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পাশাপাশি, মৃত্যুর আগে গত ১০ দিন ধরে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদেরও নোটিশ পাঠানো হবে।বন্ধুবান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিশ পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।
গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিৎসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।
More Stories
একজন ক্যাথরিন ও আমাদের তারেক মাসুদ
ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ফেঁসেছেন শাকিব খান
ছয় মাসে সুশান্তের একটিও টুইট নেই, রহস্য উদঘাটনে নেমেছে পুলিশ