
করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ‘পরিপূর্ণভাবে ব্যর্থ‘ হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।
হারুন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে ফোন করে মেসেজ দিয়ে সাড়া পাওয়া যায় না। ওই অফিসের পিএস, পিএ, পরিচালক কেউই ফোন ধরেন না।’
চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর একটি বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এইগুলো পরিবর্তন করেন। স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন। তাদের সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবিলার জন্য উপযুক্ত ও প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের সেখানে বসাতে হবে।’
করোনাভাইরাস চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগ এনে হারুনুর রশীদ বলেন, ‘বিএমএ আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান। তারা বলছে, করোনা চিকিৎসায় মৃত্যুর দায় মন্ত্রণালয় এবং অধিদপ্তরের। এটা বাস্তব কথা। করোনার এই দুঃসময়ে কিট বা করোনার সামগ্রী, কোভিড হাসপাতালে চিকিৎসকদের কী দুরবস্থা! রোগীরা কী অবস্থায় আছেন, কোনো খরব নেই। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা দেশের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। জাতীয় যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরনের জন্য জাতীয় ঐক্য দরকার।’
More Stories
বিএনপি জামায়াতকে নিয়ে এখনই কিছু ভাবছে না
মুখোমুখি অবস্থানে জামায়াত-এবি পার্টি!
এইচএসসি পরীক্ষা কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী