করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ পর্যবেক্ষণ সোমবার (৮ জুন) দুপুরে শেষ হবে। আইসিইউতে এখনো তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। রোববার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এই কথা জানান তিনি।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, প্রতিঘন্টায় তার অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে তার শরীরের অনেক কিছুই কৃত্রিম ভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান।
তবে অবস্থা যতই সংকটাপন্ন হোক এখনো আশা ছাড়ছেন না বিশেষজ্ঞরা। রক্তচাপজনিত সমস্যা নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন তিনি। সেদিনই তার করোনা শনাক্ত হয়। পরে স্ট্রোক করলে মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। এর আগে ১ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।
More Stories
বিএনপি শক্তির প্রমাণ দিতে চায়
বিএনপি জামায়াতকে নিয়ে এখনই কিছু ভাবছে না
মুখোমুখি অবস্থানে জামায়াত-এবি পার্টি!