
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩০ জনে।আজ দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১ টি। এছাড়া নতুন সুস্থ হয়েছেন ৬৫৭ জন।
আজ সোমবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। চীনা মেডিকেল দলের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে বলে এসময় মন্তব্য করেন তিনি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল (৭ জুন) দেশে ২ হাজার ৭৪৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত ও ৪২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব