
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন মোট করোনা রোগী শনাক্ত ৭৮ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৯ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৭৭২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জন সুস্থ হয়ে ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৮ জন।
গতকাল ১০ জুন ৩ হাজার ১৯০ জন করোনা শনাক্ত হয়েছিল, মোট মৃত সংখ্যা ছিল ১ হাজার ১২ জন।
বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৩ লক্ষ ৬০ হাজার ২৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ২০১ জনের।
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৩১৮৭ | ৭৮০৫২ |
মৃত্যু | ৩৭ | ১,০৪৯ |
সুস্থ | ৮৪৮ | ১৬৭৪৮ |
পরীক্ষা | ১৫৭৭২ | ৪৫৭৩৩২ |
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব