
কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। এ বিষয়ে রোববার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘আরব টাইমস’।
গ্রেফতারকৃত পাপুলের বিষয়ের তদন্ত কাজে বাংলাদেশ দূতাবাস কোনো হস্তক্ষেপ করবে না বলে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানিয়েছেন।
গত শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ সদস্য পাপলুকে আটক করে সিআইডি। এ বছরের ফেব্রুয়ারি মাসে কুয়েতের দৈনিক আল কাবাস ও আরব টাইমস বাংলাদেশের এক এমপি’সহ তিন মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে। এরপরই মানবপাচারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কুয়েত সরকার সাঁড়াশি অভিযান শুরু করে। ওই দেশটির গোয়েন্দারা সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের নামে কুয়েতে মানবপাচারে হাজার কোটি টাকার কারবারের সম্পৃক্ততা পান।
কুয়েত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কাজী শহিদ পাপলুর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।
জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির সমঝোতার মাধ্যমে মনোনয়ন পেয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নোমান। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন পাপুল। পরে এক পর্যায়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন।
তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব