
সদ্য এসএসসি পাশকৃতদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, পাস করেছে, কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।’
যেসব শিক্ষার্থীর বাসায় টিভি কিংবা বিদ্যুৎ নেই, তাদের ভিন্নভাবে শিক্ষা দেওয়ার কথা সরকার ভাবছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘যাদের বাড়িতে টেলিভিশন নেই, তাদের যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আমাদের আপলোড করা ক্লাসের ভিডিওগুলো তারা দেখতে পারে। আমরা জরিপ করে দেখেছি, এ রকম শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৭ থেকে ৮ ভাগের মতো।’
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন,‘এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্যঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।’
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব