
গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
গতকাল বৃহস্পতিবার সর্বশেষ তথ্যে বলা হয়েছিল, ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেই সাথে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৩৮৬৮ | ১৩০৪৭৪ |
মৃ্ত্যু | ৪০ | ১৬৬১ |
সুস্থ | ১৬৩৮ | ৫৩১৩৩ |
পরীক্ষা | ১৮৪৯৮ | ৬৯৬৯৪১ |
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব