
দিনকে দিন বাড়ছে সামাজিক যোগাযোগের পরিধি। আর সেই সাথে বাড়ছেও সাইবার অপরাধের সংখ্যা। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও কোন প্রকার ছাড় প্রদর্শন করছে না। কিছুদিন পর পরেই নিয়মিত কঠোর হচ্ছে তাদের নিয়ম-কানুন। আর তাই জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার সংবাদভিত্তিক ও প্রচারণামূলক পোস্টের ওপর নজরদারি আরও বাড়াচ্ছে। এ অবস্থায় ‘বিষয়বস্তু নিয়ন্ত্রণের’ অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমটি বর্জন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
ফেসবুক বর্জনের তালিকায় বিজ্ঞাপনদাতা হিসেবে সবশেষ সংযোজন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার ও কোকা-কোলা। অন্তত ২০২০ সালজুড়ে বিজ্ঞাপন দেবে না ইনস্টাগ্রাম আর টুইটারেও। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারণাকালীন সময়ে জনমত প্রভাবিত করার অভিযোগ প্রতিষ্ঠানগুলোর।
ফেসবুক বলছে, সংবাদের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক- এমন পোস্ট মুছে দেবে তারা; যার মধ্যে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রচারণামূলক পোস্টও। বিদ্বেষমূলক পোস্টই কেবল সরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
More Stories
আসছে আসুস আরওজি ৩
বছরের দীর্ঘতম দিনে হতে যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ
ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে