
রাজধানীর কমলাপুরের টিটি পাড়া মেথর পট্টির বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নির্বাপণ করা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
রাসেল শিকদার বলেন, ‘আগুনের ঘটনা জানা মাত্রই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে যায়। মোট ১৩টি ইউনিট আগুন নেভাতে একযোগে কাজ করে। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। বস্তির ভেতরে কতগুলো ঘর পুড়েছে, তাও এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা সম্ভব হয়নি এখনো। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’
স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে একটি ঘড়ের চুলা থেকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। করোনা দুর্যোগের মধ্যে সব হারিয়ে এখন দিশেহারা হতদরিদ্র এই মানুষগুলো। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। একদিকে সব হারিয়ে নিঃস্ব, অন্যদিকে মাথায় ঝুলছে ঋণের কিস্তির বোঝা। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সেখানে বসবাসকারীরা। রাতে খোলা আকাশের নিচে দিন কাটে তাদের। ফায়ার সার্ভিস বলছে, অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ করায় নির্বাপণে সময় লেগেছে।
More Stories
দেশব্যাপী বোমা হামলার ১৫ বছর আজ
টেকনাফে সিনহা হত্যায় ১৬ আগস্ট গণশুনানি
করোনার নমুনা পরীক্ষার ফি প্রত্যাহার চায়: ড্যাব