
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিতলেই ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বার্সেলোনা। কষ্ট হলেও নিজেদের কাজটা ঠিকঠাক সেরেছে স্পেনের অন্যতম দলটি। তাই এক নম্বরে থাকা রিয়াল মাদ্রিদকে টপকে চলতি লিগে ফের শীর্ষে উঠে গেল কিকে সেতিয়েনের দল।
ইভার রাকিটিচের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আবারও লা লিগার শীর্ষে কাতালান জায়ান্টরা।
৩৩ তম জন্মদিনে ক্যারিয়ারের ৭০০ গোলে মাইলফলক থেকে এক গোল দূরে থেকে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচের শুরু থেকেই মেসি, সুয়ারেজদের বিপক্ষে দৃঢ় ছিলো বিলবাওয়ের রক্ষণ। সবসময়ের মত বল পজিশনে দাপুটে ছিলো বার্সেলোনা। আক্রমণের একাধিক সুযোগ বার্সার স্ট্রাইকাররা হাতছাড়া করায় গোলশূন্য থাকে প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেতে কষ্ট হয়েছে স্বাগতিকদের। কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৭১ মিনিটে বার্সাকে রক্ষা করেন রাকিটিচ। মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে বল ঠিকানায় পাঠান ক্রোয়াট তারকা রাকিটিচ। এক বছরের বেশি সময় পর জালের দেখা পেলেন এই ক্রোয়াট মিডফিল্ডার। বাকি সময় আর গোল না আসায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
More Stories
মাশরাফীর শারীরিক অবস্থার অবনতি
আইসিসির তদন্তে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে সেরা ভারত
করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা